প্রকাশিত,২৩,জুন, ২০২৪
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ মাঠের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সাংসদ জাহাঙ্গীর আলম সরকার সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ। পরবর্তীতে জাতীয় সংগীত ও শোভাযাত্রার মাধ্যমে আল্লাহ চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে আসলে সমাপ্তি ঘটে প্রথমপর্বের কর্মসূচি।
দুপুরে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান ও জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন আল রশিদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পার্থ সারথি দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান মজুমদারসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার নিজের হাতে গড়া সংগঠনটির সাথে শুধু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মানায়। সকলের আপ্রাণ চেষ্টায় আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নের যাত্রায় সংগঠনের নেতৃত্বে অকুতোভয় সৈনিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
আপনার মতামত লিখুন :