মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণায় বিক্ষোভ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-২০, ১০:৩৮ অপরাহ্ন /
মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণায় বিক্ষোভ।

প্রকাশিত,২০,নভেম্বর

মারুফ সরকার, রিপোর্টার:

রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর মিরপুরের আগারগাঁ থেকে কাজীপাড়া পর্যন্ত বিক্ষোভ করছেন রিকশাচালকেরা।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ব্যাটারিচালিত রিকশা সাথে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় চালকদের।

ব্যাটারিচালিত রিকশা চালক মো. রাজু জানান, মঙ্গলবার আমরা যখন কাজ শেষ করে বাড়ি ফিরি তখন আমরা টিভিতে দেখতে পাই ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বর্তমান অন্তবর্তী কালীন সরকারের কাছে একটি কথাই বলি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করলে আমাদের কোন আপত্তি নেই কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে। আমাদের সবারই কিস্তি আছে অটোরিকশা বন্ধ করার আগে আমাদেরকে একটা সময় দিয়ে বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের এই তিন দিন আন্দোলন করতেই যাবে তাই মালিকপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা কেউ এই ৩ দিনের কোন টাকা রাখবেন না।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে এই চালক বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে থেকে মিছিলটি নিয়ে আমরা ১০ নম্বর গোল চত্বরের যাব।