মারুফ চৌধুরী আয়োজিত গোপালগঞ্জের গোবরায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-০২, ১০:৩৬ অপরাহ্ন /
মারুফ চৌধুরী আয়োজিত গোপালগঞ্জের গোবরায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত,০২, জানুয়ারি,২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জননেতা শেখ ফজলুল করিম এর পক্ষে গোপালগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন গোপালগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড এর পৌর আওয়ামী লীগ নেতা মরুফ চৌধূরী ।
নির্বাচনী মতবিনিময় সভার প্রধান অতিথির স্থানে ছিলেন যুব সমাজের আইকন, জননেতা শেখ ফজলুল করিম শেলিম এম,পি এর যোগ্য পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম, দপ্তর সম্পাদক মো. ইলিয়াস হক, সাবেক মেয়র গোপালগঞ্জ পৌরসভা ও শ্রম বিষয়ক সম্পাদক গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, রেজাউল হক সিকদার রাজু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম মিটু , থানা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, সভাপতি গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ গোলাম কবির, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, থানা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি।
নির্বাচনী মতবিনিময় সভার সঞ্চালনা করেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা গোবরার কৃতী সন্তান মো. মারুফ চৌধুরী।
বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মৃধা সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সভাপতি গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী , পৌর আওয়ামী লীগ নেতা মারুফ চৌধুরী, পৌর আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগ সহ আঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনী মতবিনিময় সভায় গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল দেশ হিসাবে দাড় করিয়েছে, যা বিশ্বের উন্নত দেশের গুলো দৃষ্টান্ত স্বরূপ বাংলাদেশের দিকে লক্ষ্য করছে।