মানবিক আবেদন শিশু সফিকুল ইসলামকে বাঁচাতে এগিয়ে আসুন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৪-৩০, ৫:৪২ অপরাহ্ন /
মানবিক আবেদন শিশু সফিকুল ইসলামকে বাঁচাতে এগিয়ে আসুন।

প্রকাশিত,৩০, এপ্রিল,২০২৪

রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর

শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর মাদবর কান্দি গ্রামের দিনমজুর ইদ্রিস বেপারীর ছেলে সফিকুল ইসলাম আকাশ জন্মেরপর থেকেই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পরতেন। যে বয়‌সে ছোট বাচ্চা‌দের সা‌থে খেলাধুলা আর আন‌ন্দে সময় কাটা‌নোর কথা। সে বয়‌সে মৃত‌্যুর জন‌্য অ‌পেক্ষা কর‌তে হ‌চ্ছে ছোট্ট শিশু স‌ফিক‌ুল ইসলাম আকা‌শের। শিশু‌ আকাশ হয়ত যা‌নে না, এই সুন্দর পৃ‌থিবীর আ‌লো বাতাস, সুখ শা‌ন্তি তার জন‌্য বে‌শি দি‌নের নয়।
আকাশের বাবা বলেন, স্থানীয় চি‌কিৎসক‌দের মাধ‌্যমে চি‌কিৎসা করা‌লে তেমন উন্নতি না হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। সেখানে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান পেটের মধ্যে দুই টি টিউমার ধরা পরেছে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে অতি দ্রুত অপারেশন করতে হবে। নয়তো মারা যেতে পারে দুই বছরের শিশুটি।

যাবতীয় প‌রিক্ষা‌নিরীক্ষা ক‌রে শিশু‌টির অ‌ভিভাবককে চি‌কিৎসক জানান, এই টিউমার অপসার‌নে অপা‌রেশন কর‌তে হ‌বে। এ‌তে প্রয়োজন হ‌বে দেড় থে‌কে দুই লাখ টাকা। যা, শিশু‌টির হতদ‌রিদ্র বাবার একার পক্ষে যোগাড় করা অসম্ভব। আর দ্রুত অপা‌রেশন না করলে, হয়‌তো পৃ‌থিবীর আ‌লো শিশু‌টির জন‌্য সং‌ক্ষিপ্ত হ‌বে। ধী‌রে ধী‌রে মৃত‌্যুর কো‌লে ঢ‌লে পর‌বে।

আকাশের মা শ্যামলী বলেন, ছেলেটি হাঁটাচলাও করতে পারে না। সব সময় কোলে রাখতে হয়। বেশিরভাগ সময় কান্নাকাটি করে। একমাত্র ছেলের দুশ্চিন্তায় রাতে ঘুমাতেও পারি না। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ আমার ছেলেকে বাঁচাতে আপনারা সাহায্য করুন।
এমন অবস্থায় দি‌শেহারা হ‌য়ে প‌রে‌ছেন অসহায় পিতা- মাতা। চো‌খের সাম‌নে ধী‌রে ধী‌রে শেষ হ‌য়ে যা‌বে গর্ভধারী‌নির বু‌কের ধন। এমনটা ভাব‌তে ভাব‌তেই বাকরুদ্ধ হ‌য়ে যান শিশু‌টির মা।

প্রতি‌বে‌শিরা বল‌ছেন, সদাহাস্যোজ্জল এই শিশু‌টির প‌রিন‌তি হয়‌তো মৃত‌্যু। কারন, তার বাবা একজন দিনমজুর, ৫ সদ‌স্যের সংসার চালা‌তেই হিম‌শিম খায়, তার প‌ক্ষে সন্তা‌নের মরনঘাতী রো‌গের চি‌কিৎসা ব‌্যয় বহন করা অসম্ভব। তাই শিশু‌টির অপা‌রেশ‌নে সমা‌জের বিত্তবান মানু‌ষের সাহায‌্য কামনা কর‌ছে প‌রিবা‌রের লোকজন।

এমন পরিস্থিতিতে চিকিৎসা চালিয়ে যেতে সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তার দিকে তাকিয়ে আছেন ইদ্রিস-শ্যামলী দম্পতি।
সহায়তা পাঠানোর, মোবাইল নাম্বার :01737739099