প্রকাশিত,১৭,নভেম্বর
মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই রাজধানীর খিলগাঁও এলাকায় সৃষ্ট সিমাহীন অরাজকতা, নাশকতার স্বীকার এলাকার সাধারণ জনগণ।খোঁজ নিয়ে জানা যায়,চৌরাস্তা থেকে তালতলা মার্কেট সংলগ্ন এলাকা ঝিলপাড়ে ময়লার টাকা,চাঁদাবাজি,লুট,মাদক, জুয়া, নারী সহ নানান অপকর্মে লিপ্ত যুবদলের পরিচয় দেয়া জিয়া ও টোকাই মহসিন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতার দাবি ৫ই আগষ্ট খিলগাঁও থানার অস্ত্র লুটের সাথে সরাসরি সম্পৃক্ত এই জিয়া ও টোকাই মহসিন। ততকালীন সৈরাচারী সরকারের আমলে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা রয়েল ক্লাবটি দখল করে সেখান থেকেই পরিচালিত হয় এসকল অপকর্ম।এসকল অপকর্মে নেতৃত্ব দেয়া কিছু বিএনপি নেতার নাম জানা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।এদিকে চৌরাস্তা থেকে গোরান এলাকায়ও ময়লার টাকা,ডিশ লাইনের দখল ও সরকারি জমি দখলের মতো অভিযোগ। তাছাড়া খিলগাঁও রেলগেট এলাকায় অটোরিকশা, অবৈধ সিএনজি,মাছ বাজারের আধিপত্য নিয়ে চলছে নৈরাজ্য। খিলগাঁও এলাকার সাধারণ ব্যাবসায়ী ও জনগণের দাবি,অবিলম্বে এলাকায় নৈরাজ্যকারীরা যে দলেরই হোক না কেন অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনা।
আপনার মতামত লিখুন :