মাঠ চষে বেড়াচ্ছেন পটুয়াখালী -৩ আসনের এন পি পি প্রার্থী মৌঃ সাইফুর রহমান।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-২৫, ১০:৩৪ অপরাহ্ন /
মাঠ চষে বেড়াচ্ছেন পটুয়াখালী -৩ আসনের এন পি পি প্রার্থী মৌঃ সাইফুর রহমান।

প্রকাশিত,২৫,ডিসেম্বর,২০২৩

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

মাঠ চষে বেড়াচ্ছেন পটুয়াখালী -৩ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি এন পি পি মনোনীত ও গনতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত প্রার্থী ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -৩ (গলাচিপা -দশমিনা) আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি এন পি পি মনোনীত ও গনতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত প্রার্থী ইসলামিক স্কলার খ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুর রহমান। তিনি রবিবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা রাতে গলাচিপা উপজেলার খায়রুজ্জামা বাজার নির্বাচনী প্রচারণা করেন। এ সময় তিনি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে তার আম মার্কা ভোট চান। সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, আমি নির্বাচিত হলে মাদকমুক্ত গলাচিপা উপহার দিব, রাস্তাঘাট উন্নয়ন করবো, বাল্যবিবাহ বন্ধ করবো, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার আম মার্কায় ভোট চাই ।

তিনি আরো বলেন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের,৭ তারিখ আম মার্কার ভোট দিয়ে আমকে জয়যুক্ত করুন।