মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদীর ইন্তেকাল ও দাফন সম্পূর্ণ ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৮, ৮:২১ অপরাহ্ন /
মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদীর ইন্তেকাল  ও  দাফন সম্পূর্ণ ।

প্রকাশিত,১৮, জুলাই,২০২৩

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠঅতা সুপারিনটেনডেন্ট ওস্তাজুল ওলামা আলহাজ্ব মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদী (রহ.) এর জানাযা শেষে তুমলিয়া ইউনিয়নের সোম ইছাপুরা সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের মরহুম মাওলানা মো. ওহাদ আলীর বড় ছেলে। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন।
মঙ্গলবার বাদ যোহর সোম টিওরী পাকা জামে মসজিদ মাঠে শত শত মুসুল্লীদের উপস্থিতিতে জানাজার নামাজ পড়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীরে কামিল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী। জানাজা শেষে তাকে সোম ইছাপুরা সামাজিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ পুত্র, ৪ কণ্যা, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন।
আলহাজ্ব মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদী (রহ.) এর মৃত্যুতে গাজীপুর-৫ কালীগঞ্জের সাবেক এমপি, ডাকসু’র সাবেক ভিপি ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভুইয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খন্দকার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আল মামুন, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা বন্ধন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান, স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সূধীজনসহ সর্বস্তরের জনগণ আলহাজ্ব মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদী (রহ.) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।