প্রকাশিত,১৬,নভেম্বর
আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭ দিন ব্যাপি শ্রীমদ্ভাগবত পাঠ পরবর্তী ৩ দিন শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান, লক্ষী নারায়ন পুজা ও মহোৎসব ও মহা প্রসাদ বিতরন করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়ার রশুনিয়া শ্রী শ্রী লক্ষী নারায়ন জিঁউ মন্দিরে এ মহোৎসব ও মহা প্রসাদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় গত ৫ই নভেম্বর মঙ্গলবার হতে ১১ই নভেম্বর সোমবার পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ করা হয়। পরে ১২ই নভেম্বর মঙ্গলবার হতে ১৪ই নভেম্বর দিবাগত রাত্রি নিশি অবশান পর্যন্ত ২৪ প্রহর ৩ দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে গতলাল ১৫ই নভেম্বর শুক্রবার ভোরে নগর সংকীর্তন, কুঞ্জভঙ্গ, জলকেলী ও মহন্ত বিদায়ের পর রাস পূর্ণিমা উপলক্ষে সকাল ১০ টায় শ্রী শ্রী লক্ষী নারায়ন পুজার পর মহাপ্রভুর ভোগ অন্তে মহোৎসব ও মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।
মন্দিরের সভাপতি গৌতম দেবনাথ বলেন, এটাই আমাদের প্রথম বার আমরা সফলভাবে এই অনুষ্ঠান সমাপ্ত করতে পেরে ভগবানের নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা এখানে শ্রীমদ্ভাগবত পাঠ তারপর শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী লক্ষী নারায়ণ পূজা পরিশেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছি । আমরা আগামীতেও এই অনুষ্ঠানটি আরো জাকজমকপূর্ণভাবে মর্যাদার সাথে উদযাপন করব।
আপনার মতামত লিখুন :