মহাসমাবেশ করতে প্রস্তুতি সভা করলো জামায়াত


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-২৫, ৯:৫৪ অপরাহ্ন /
মহাসমাবেশ করতে প্রস্তুতি সভা করলো জামায়াত

রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। ২৮ অক্টোবর এ সমাবেশ করার ঘোষণা দেয় দলটি। তবে সরকার জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছে। তারপরও তা বাস্তবায়নে উপকমিটির বৈঠক করেছে দলটি। বুধবার দুপুরে এ বৈঠক হয়।

সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের সংবিধান অনুযায়ী কর্মসূচি পালনের অধিকার রাখি। ক্ষমতাসীনদের দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনে দেশের জনগণ চরম অতিষ্ঠ। চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে বিদ্যুৎ-গ্যাস সবকিছুর মূল্য আকাশচুম্বী। দেশের মানুষের জীবনযাত্রা আজ দুর্বিষহ। এমতাবস্থায় আমরা জনগণের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নামতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় ২৮ অক্টোবর দুপুর ২টায় মহাসমাবেশ করার ঘোষণা হয়েছে। আমরা তা বাস্তবায়ন করার প্রস্তুতি নিচ্ছি। বিশৃঙ্খলা চাই না, শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি। মহাসমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা পুলিশের নৈতিক দায়িত্ব এটা সচেতন দেশবাসী মনে করে।

শাপলা চত্বরেই সমাবেশ করা হবে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এ সমাবেশকে মাইলফলক হিসেবে গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুচক্রী মহলের ফাঁদে পা দিয়ে কারও সঙ্গে কোনো ধরনের ঝামেলায় জড়িত হওয়া যাবে না।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি শ্রমিক নেতা মুহিবুল্লাহ, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন প্রমুখ।