প্রকাশিত,১১,আগস্ট, ২০২৪
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,বাংলাদেশ সেনাবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সমন্বয়ে ০৯ আগষ্ট ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এবং ১০ আগষ্ট জেলার ত্রিশাল থানাধীন এলাকায় তল্লাশি করে যথাক্রমে ৩২ কেজি গাঁজা এবং ১৬ কেজি গাঁজা, সর্বমোট ৪৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ৩ জন আসামি গ্রেফতার করা হয়, এসময় একজন আসামি কৌশলে পালিয়ে যায়।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি প্রিমিও প্রাইভেটকার ও ১ টি পালসার মোটরসাইকেল এবং ৩ টি মোবাইল সেট জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে মুক্তাগাছা ও ত্রিশাল থানায় পৃথক ২ টি নিয়মিত মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
আপনার মতামত লিখুন :