ময়মনসিংহে শেখ হাসিনা বিভাগীয় নারী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-২৫, ১০:৫৭ পূর্বাহ্ন /
ময়মনসিংহে শেখ হাসিনা বিভাগীয় নারী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ।

প্রকাশিত,২৫, নভেম্বর,২০২৩

শুভ বসাক ঃ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-২০ ওয়ানডে সিরিজ জিতেছেন নিগার সুলতানারা। এর ফলে ক্রিকেট নিয়ে আগ্রহ বাড়ছে দেশের নারী ক্রিকেটারদের মধ্যে। এই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। তাদের আয়োজনে ময়মনসিংহের চারটি জেলার অংশগ্রহণে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মেয়েদের (অ-১৫) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে দুই দিনব্যাপী এ খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার। ময়মনসিংহ বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাহিদ নিয়াজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,মসিকের সচিব(অঃদাঃ) ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বাংলাদেশ মহিলা ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাউন্সিলর ফিরোজা করিম নেলী ও ময়মনসিংহ বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা খাতুন।অনুষ্ঠানে আলোচনা শেষে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস প্রদান করা হয়।ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর চারটি নারী দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।