প্রকাশিত,০৬,ফেব্রুযারি,২০২৫
আয়নাল ইসলাম।
ময়মনসিংহ শিশু অপহরণ, গুম ও হত্যা মামলায় শহীদ মিয়া(২৫) নামের এক আসামিকে আমৃত্য কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (০৬,ফেব্রুয়ারি,২০২৫)দুপুরে ময়মনসিংহের (৫ম) অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আলী মনসুর এ রায় দেন।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর রিয়াজ, ও রেজাউল করিম রাজিব জানান,
অপর দুই আসামি, তাহের উদ্দিন ও তহুরা বেগম, নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আগমুসল্লী গ্রামের জৈনাক সৌদি প্রবাসী আব্দুল কাইয়ুম এর শিশু পুত্র তাসকিন( ৭)বিগত ১৫ /৮/ ২০১৬ ইং তারিখে অপহরণ করে মুক্তিপণ দাবি করে অপরাধী ।
মুক্তিপণ না পেয়ে শিশু তাসকিনকে শ্বাসরোধ ও গাড় মটকাইয়া হত্যা করে, একই গ্রামের শহীদ মিয়া, পিতা তাহের উদ্দিন, সাং আগ মুসল্লী নান্দাইল। পরে
তাসকিনের (মা) পলিনা খাতুন থানায় মামলা করলে ১৭/০৮/২০১৬তারিখে শহীদ কে গ্রেফতার করে নান্দাইল থানা পুলিশ,
আসামি শহীদের বর্ণনা ও দেখানো মতে শহীদের বাড়ির পাশে টয়লেটের সিমেন্টের স্লেপের তলা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধারকরে করে পুলিশ।
আপনার মতামত লিখুন :