প্রকাশিত,৩১,অক্টোবর
নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহের একটি আদালত মানহানির দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন। সেই সঙ্গে মামলা দুটির গ্রেপ্তারি পরোয়ানাও বাতিল করেছেন আদালত।
(৩১ অক্টোবর) বিকেল ৩টায় ময়মনসিংহ ১নং আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মনজুরুল হক এই খবর নিশ্চিত করেছেন।
বেঞ্চ সহকারী মো. মনজুরুল হক বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি আশফাক আল রাফি শাওন ২০১৪ সালে আদালতে মানহানির আলাদা দুটি মামলা করেন।
সবশেষ আসামিপক্ষ রিকল করলে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারের পাশাপাশি সংশ্লিষ্ট থানায় এ সংক্রান্ত কোনো নথি থাকলে তা আদালতে ফেরত দেওয়ার নির্দেশ দেন বলে জানান বেঞ্চ সহকারী মঞ্জুরুল হক।