প্রকাশিত,১৩, জানুয়ারি,২০২৪
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ও গফরগাঁওয়ে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা যাত্রী ও এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার(১২ জানুয়ারী) দুপুর তিনটার দিকে ভালুকা উপজেলার ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের ড্রাইভারপাড়া এলাকায় এবং শুক্রবার সন্ধ্যা রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু হয়।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর ড্রাইভারপাড়া এলাকায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি উল্টে লাল মিয়া (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত লাল মিয়া শেরপুরের নকলা থানার হুজুরীকান্দা এলাকার আমজত আলীর ছেলে।
ভালুকার ভরাডোবা হাউওয়ে থানার ইনচার্জ ওসি আতাউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ময়মনসিংহ গামী সিএনজি অটো রিকশাটি অপরএকটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এসময় পিছনে থাকা যাত্রী শেরপুরের আমজাদ মিয়া ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভালুকার ভরাডোবা হাউওয়ে থানার ওসি আতাউর রহমান ইনচার্জ এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় ইয়াসিন আরাফাত (২০)নামে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকুন্দ গ্রামের মোঃ শাহাবুদ্দিন ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,ইয়াছিন আরাফাত মোটরসাইকেল করে বৃহস্পতিবার রাতে ভালুকা- গফরগাঁও - কিশোরগঞ্জ মহাসড়কে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাকের সাথে সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামে স্বপ্নপুরী রেস্টুরেন্টের সামনে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে পরিস্থিতির অবনতি হলে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে আমি শোকাভিভূত। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।