ময়মনসিংহে নকল স্বর্ণের বার প্রতারণাকারীর চক্রের৭ সদস্য কে আটক করেছে RAB-(১৪)।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১১-১৮, ৫:৪২ অপরাহ্ন / ১৩
ময়মনসিংহে নকল স্বর্ণের বার প্রতারণাকারীর চক্রের৭ সদস্য কে আটক করেছে RAB-(১৪)।

মোঃ বায়েজিদ হোসেন গৌরিপুর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা করে আসছে একটি চক্র। RAB -(১৪) অভিযান চালিয়ে প্রতারণাকারী চক্রের ০৭ জন সক্রিয় সদস্যকে আটক করেছে RAB-(১৪)।
আটককৃতরা হলেন
১/ আব্দুর রশীদ (৩৫), পিতা- মােতালেব, সাং- খইয়েরচালা,
থানা- ফুলবাড়ীয়া।
২ / আমিনুল ইসলাম (২৫), পিতা-
শামসুল আলম, সাং- খইয়েরচালা, থানা- ফুলবাড়ীয়া।
৩/মােঃশিপন (২৮),
পিতা- মােঃ হাসিম উদ্দিন, সাং-সাধুরগােলা,
থানা- ঈশ্বরগঞ্জ।

৪/মােঃ রুবেল মিয়া (৩০) পিতা-
মত মিলন মিয়া, সাং- দ্বিতপুর, থানা- ঈশ্বরগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত
হতে সাক্ষীদের উপস্থিতিতে
১/ স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের বার
১০ টি,
২/স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের হাতলযুক্ত চামচ ০২
টি
৩/ স্বর্ণ সদৃশ নকল স্বর্ণেরু হাতল ছাড়া চামচ ০১ টি
৪/পপ্লাল মেটীল পলিশ ০১ টি
৫/ হাতলসহ এক্স বেড
০১ টি
৬/ ড্রিল মেশিন ০১ টি, ৭। সিএনজি অটোরিক্সা
০১টি
০৮/ মােবাইল ০৫ টি উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে
ময়মনসিংহ জেলার কোতােয়ালী থানা ধীন শম্ভুগঞ্জ এলাকা,বাকি ৩ সদস্য কে আটক করে RAB (১৪).
হতে ১৮-১১-২০২০ ইং তারিখ সকাল অনুমান ০৭.০০
ঘটিকায় সংঘবদ্ধ চক্রের সদস্য,
সর্বজেলা- ময়মনসিংহদের গ্রেফতার করতে
সক্ষম হয়।
৫/ সাইফুল (৩৫), পিতা-
হাসিম উদ্দিন, সাং- চর ঈশ্বরদিয়া (মেরী আগলা
কান্দাপাড়া), থানা-কোতােয়ালী।
৬/ মােঃ রাব্বিল হাসান
(২৫), পিতা- মৃত রিয়াজ উদ্দিন, সাং- চরলক্ষীপুর, থানা-
কোতােয়ালী
৭/ মােঃ মােশাররফ
হােসেন (৩২), পিতা- মৃত আব্দুল ছাত্তার, সাং-
চরলক্ষীপুর, থানা-কোতােয়ালী।