ময়মনসিংহে জ্যাতি অটো রাইস মিলের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ অতিষ্ঠ এলাকাবাসী।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৮-০১, ৯:২৭ অপরাহ্ন /
ময়মনসিংহে জ্যাতি অটো রাইস মিলের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ অতিষ্ঠ এলাকাবাসী।

প্রকাশিত,০১,আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বেশ কয়েক বছর ধরে গড়ে উঠেছে জ্যাতি অটো রাইস মিল। এ মিলের বর্জ্য, কালো ধোয়া ও ছাইয়ে দূষিত হচ্ছে পরিবেশ। মারাত্মক ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জ্যাতি রাইস মিলের বর্জ্য, ছাই, ধোয়া চারপাশের পরিবেশ নষ্ট করছে। যার ফলে মারাত্মক শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন স্থানীয়রা। শিশুরা ও শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। মিলের উড়ে যাওয়া ছাই ও বর্জ্যের কারণে কোমলমতি শিশুসহ সাধারণ মানুষ চোখের সমস্যাতেও ভুগছেন। বর্জ্যের কারণে ফসলি জমিতেও চাষ বাস নষ্ট হচ্ছে।

মিলের মালিককে একাধিকবার বলার পরও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মনির বরাবর একাধিক লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সিটি এলাকার শম্ভুগঞ্জ রগুরামপুর টানপাড়া রোডের পাশেই গড়ে উঠেছে জ্যাতি অটো রাইস মিল। রাইস মিলের ধোয়া ও শব্দে অতিষ্ঠ এলাকার মানুষ। মিলের বর্জ্য ও কালো ছাই এর কারণে পরিবেশের ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। মিলের পাশেই গন বসতি এলাকা, একাধিক মাদ্রাসা, স্কুল ও ফসলি জমি রয়েছে।

পরিবেশের বিধি অনুযায়ী প্রত্যেক শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা তাদের নিজস্ব গণ্ডির মধ্যেই থাকতে হবে। বর্জ্য ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। অটো রাইস মিলের ক্ষেত্রে গরম পানি, ছাই ও ময়লা প্রতিষ্ঠানটির চত্বরে নিজস্ব পুকুর বা গর্ত করে রাখতে হবে।তবে স্হানীয় সচেতন মহল মনে করেন বিষয় টি তদন্ত করে দ্রুত ব্যবস্হা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে জানতে চাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সাড়া মেলেনি।