প্রকাশিত,২২, মার্চ,২০২৪
শুভ বসাক :
ফ্যাশন প্রেমিদের জন্য ময়মনসিংহ শহরে এ ক্লাব হাউসের ৭ম আউটলেট উদ্বোধন হয় গত ২২শে মার্চ তারিখে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবহাউস ও ডেকো ইশো গ্রুপ এর ভাইস চেয়ারম্যান মাইমুনা শহিদ, ক্লাবহাউসের ডেপুটি জেনারেল ম্যানেজার জেসন রুবেল দাশ, ডেকো ইশো গ্রুপ এর সিনিওর জিএম অপারেশন তাপশ কুন্ড,জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ ও অন্যান্য।ক্লাবহাউসের মূল লক্ষ্য হল বাংলাদেশী সাংস্কৃতিক নকশার সাথে বৈশ্বিক ফ্যাশনকে একত্রিত করা। ২০১৮ সাল থেকে ক্লাবহাউস ফ্যাশন এবং লাইফস্টাইলের অগ্রভাগে রয়েছে। ক্লাবহাউস সবসময়ই ক্রেতা,ফ্যাশনিস্তাদের জন্য নতুন ও ট্রেন্ডি পোশাক নিয়ে হাজির হয়ে থাকে।পোশাক ও ডিজাইনে নতুনত্ব ও বিভিন্ন থিম নিয়ে কাজ করায় ক্লাবহাউস ফ্যাশন প্রিয়দের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে এবং ক্রেতাদের মাঝে চাহিদাও অনেক।ক্রেতার চাহিদার কথা বিবেচনা করেই ময়মনসিংহ শহরে ৭ম আউটলেটটি উদ্বোধন করা হয়েছে। আয়তনে ৩৩০০ স্কোয়ার ফিটের দোতলা বিশিষ্ট এই আউটলেটে পাওয়া যাবে নারী,পুরুষ,শিশু, নবজাতক ও অন্তঃসত্ত্বা মায়েদের পোশাক ও বিভিন্ন আনুষাঙ্গিক পণ্য। ময়মনসিংহ ছাড়াও ক্লাবহাউসের বাকি ৬টি আউটলেট মিরপুর, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, খিলগাঁও ও সিলেটে ও খুলনাতে অবস্থিত। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও ক্লাবহাউসের পণ্য কেনাকাটা করা যায়।
আপনার মতামত লিখুন :