প্রকাশিত,২৪, আগস্ট,২০২৩
ময়মনসিংহ প্রতিনিধিঃ
গাছ লাগিয়ে যত্ন করি
সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগান কে সামনে রেখে সামাজিক সংগঠন “অনাথ স্বর্গের” বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
পথশিশুদের পাশে ময়মনসিংহ পরিবার
অনাথ স্বর্গ সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
আলহামদুলিল্লাহ!
কিছু ভাই বোনের শারীরিক-মানসিক এবং আর্থিক সম্মিলিত প্রচেষ্টায়,
আল্লাহর অশেষ মেহেরবানীতে “অনাথ স্বর্গ সংগঠন”এর পক্ষ থেকে
(২৪/০৮/২৩)
ময়মনসিংহ সদর বাড়েরার পাড় ইন্টারন্যাশনাল স্কুলে বৃক্ষরোপন কর্মসূচী আয়োজন করা হয়।
আল্লাহর অশেষ রহমতে বৃক্ষরোপন কর্মসূচী পোগ্রাম ভালোভাবে সফল হয়।
বৃক্ষ পরিবেশকে রাখে শান্তস্নিগ্ধ এবং বাতাসকে করে তোলে পরিশীলিত। কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে বাতাসকে করে বিষমুক্ত। তাছাড়া বৃক্ষের কারণেই আমরা শ্বাস-প্রশ্বাসের জন্য দরকারি অক্সিজেন পাই।
কিন্তু গত কয়েক শত বছরে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে গোটা পৃথিবীর পরিবেশ আজ ধ্বংসের মুখোমুখি।
মানুষ আজ বুঝতে পেরেছে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে ফিরিয়ে আনতে হবে সবুজ-শ্যামলের হারানো গৌরব।
তা না হলে মানব অস্তিত্বে ঘটে যাবে বিপর্যয়।
এ বোধ থেকেই আমাদের ”অনাথ স্বর্গ সংগঠন” বৃক্ষ রোপণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে।
শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পোগ্রাম সফল করতে পেরে শুকরিয়া আদায় করেন। সংগঠনের কর্মরত ব্যক্তি বলেন আলহামদুলিল্লাহ
এবং মুবারকবাদ জানাই সেসব সেচ্ছাসেবকদেরকে যারা প্রোগ্রাম সফলভাবে শেষ করতে সাহায্য করেছেন তাদেরকে…আল্লাহু সুবাহান ওয়াতাআলা যেনো সকল সেচ্ছাসেবীদের এই মহৎ কাজের উত্তম প্রতিদান দেন । সৃষ্টিকর্তা সহায় হলে আমরা আমাদের কার্যক্রম এভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।
ইনশাআল্লাহ ।
আপনার মতামত লিখুন :