ময়মনসিংহের মুক্তাগাছার মনতলা ব্রিজের নিচে লাগেজ থেকে খন্ডিত লাশ উদ্ধার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০২, ১:৫৯ অপরাহ্ন /
ময়মনসিংহের মুক্তাগাছার  মনতলা ব্রিজের নিচে  লাগেজ থেকে খন্ডিত   লাশ উদ্ধার।
print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০২,জুন, ২০২৪

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ব্রিজের নিচে থেকে লাগেজে মিললো এক তরুণের খণ্ডিত মরদেহ।
রোববার (২ জুন) সকালে মনতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়মমনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন।

পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের মনতলা এলাকায় প্রথমে খণ্ডিত মাথা দেখতে পায় এলাকাবাসী। তার পাশেই পাওয়া যায় কালো রংয়ের লাগেজ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। লাগেজ খুলতেই বেরিয়ে আসে খণ্ডিত মরদেহ। মরদেহটির মাথা ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে।

পুলিশ বলছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।