ময়মনসিংহের ফুলবাড়িয়া যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর উপর স্বামীর ছুরি আঘাত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-০৪, ৬:৫৭ অপরাহ্ন /
ময়মনসিংহের ফুলবাড়িয়া যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর উপর স্বামীর ছুরি আঘাত।

প্রকাশিত,০৪,নভেম্বর

সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর উপর স্বামীর ছুরি আঘাত।

ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার দেওখোলা ইউনিয়নে দেওখোলা বাজার সংলগ্ন স্বামীর নিজ বাড়িতে যৌতুকের টাকার জন্য স্ত্রী বিউটি আক্তারকে নির্যাতন ও মারধর করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী গৃহিণী বিউটি আক্তার জানান আমাদের বিয়ে হয়েছে প্রায় ১২ বছর হল
দাম্পত্য জীবনে আমাদের এক ছেলে সন্তান আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেকবার স্বামীকে বাবার কাছ থেকে টাকা এনে দিয়েছি। অসহায় বাবা এখন আর টাকা দেওয়ার সামর্থ্য নেই।

(০২,নভেম্বর),শনিবার আমার স্বামী,আশিকুল ইসলাম পুনরায় যৌতুকের টাকা দাবি করেন এবং বিভিন্নভাবে নির্যাতন করতে শুরু করে, টাকা না এনে দেওয়ার অপারগতা জানালে আমার স্বামী ছুরি দিয়ে কপালে আঘাত করে,
রক্তাক্ত অবস্থায় চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসী আমাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন, চিকিৎসা শেষে কিছুটা সুস্থ বোধ করলে বাবার বাড়িতে চলে আসি, সকলের কাছে দোয়া, সহযোগিতা ও স্বামীর বিচার চাই।