প্রকাশিত,০৮, ফেব্রুয়ারি,২০২৪
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশালে ১৪ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকায় ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেনের দিক নির্দেশনায় অভিযান চালিয়ে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে বিক্রির উদ্দেশ্যে বহন করার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা ময়মনসিংহের হালুয়াঘাট থানার দক্ষিণ নমোক্তা গ্রামের নাজিম
উদ্দিনের ছেলে জাহিদুল ১৭ এবং গাজীর ভিটা গ্রামের মনির মিয়ার ছেলে আবিদ হাসান ১৭।
ত্রিশাল থানার উপ পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার জানান,থানার এস আই নূরে আলম ও রিপন মিয়া সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী বাহী বাস তল্লাশি করে ১৪ বোতল ভারতীয় মদ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে বহনের সময় তাদের হাতেনাতে আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :