প্রকাশিত,০৬, অক্টোবর,২০২৩
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন লং গাইর ইউনিয়নের সতেরবাড়ী গ্রামে
(০৬, অক্টোবর) সকাল ৮,টায় বজ্রপাতে চাচা ভাতিজা নিহত হন।
নিহতরা, সতেরবাড়ী গ্রামের
আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে, মোঃ সোহেল(৪২), একই বাড়ির আসর বেপারির ছেলে, রাজিব (৩৭) বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়
০৬, অক্টোবর, সকাল ৮.৩০ দিকে বজ্রপাতে আক্রান্ত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত ডাক্তার তৌহিদ ইবনে আলাউদ্দিন জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোহেল ও তার ভাতিজা রাজিব বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়েছিল, এ সময় বৃষ্টি শুরু হলে বজ্র পাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ২,জন মারা যায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মেদ জানান, ব্রর্জ পাতে ২, জনের মৃত্যুর বিষয়টি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।
আপনার মতামত লিখুন :