ময়মনসিংহের গফরগাঁও ১০,থেকে বিএনপির বর্ধিত সভায় প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ক্যাটাগরিতে দাওয়াত পেলেন এবি সিদ্দিকুর রহমান।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-২৮, ১২:০৮ পূর্বাহ্ন /
ময়মনসিংহের গফরগাঁও ১০,থেকে বিএনপির বর্ধিত সভায় প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ক্যাটাগরিতে দাওয়াত পেলেন এবি সিদ্দিকুর রহমান।

প্রকাশিত

আয়নাল ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ধিত সভায় যোগ দিতে গফরগাঁও -১০ আসন থেকে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ক্যাটাগরিতে আমন্ত্রণপত্র পেয়েছেন সাবেক সাবেক যুগ্ন আহ্বায়ক গফরগাঁও বিশিষ্ট শিল্পপতি সাবেক সিআইপি, রাজপথে রক্ত ঝরানো ফ্যাসিস্ট আওয়ামী লীগের আতংক, এবি সিদ্দিকুর রহমান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক সাক্ষরিত বিএনপির বর্ধিত সভায় এক আমন্ত্রণ পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বর্ধিত সভার আয়োজন করেছে বিএনপি।
সভায় সারাদেশের নেতাকর্মীরা বিভিন্ন ক্যাটাগরির আমন্ত্রনে যোগ দিয়েছেন। সংসদীয় আসনে দলীয় প্রাথমিক প্রার্থী হিসেবে, কেউ কেন্দ্রীয় ও বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কেউ জেলা, উপজেলা ও পৌরসভার সভাপতি/সেক্রেটারী হিসেবে। যারা আমন্ত্রণ পেয়েছেন শুধু তারাই বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে ময়মনসিংহের গফরগাঁ -১০ আসন থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলীয় প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ক্যাটাগরিতে বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব এ বি সিদ্দিকুর রহমান।