প্রকাশিত,২৮, আগষ্ট ২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা ধীন পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক।
গফরগাঁ উপজেলায়, পাগলা থানার বিভিন্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। বেশ কিছুদিন যাবত উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৫টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
ট্রান্সফরমার চুরির ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ (পল্লী বিদ্যুৎ সমিতি ২, গফরগাঁও জোন) বাদী হয়ে থানায় ২৫টি অভিযোগ দায়ের করেছে।
যেসব এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে সেগুলো হলো, টাঙ্গাবো ইউনিয়নের সালেহ আকরাম খান তসলিমের বাড়ি, স্বল্প ছাপিলা ৩নং ওয়ার্ডে
হাই স্কুল, পোস্ট অফিস, প্রাইমারি স্কুল
মেসার্স মা-বাবা ফিসারি, সহ এরকম ৮ টি ইউনিয়ন থেকে জানুয়ারি হইতে আগস্ট পর্যন্ত ২৫, টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
সালেহ আকরাম খান তসলিম, অভিযোগ করে বলেন নিজ অর্থে ট্রান্সফরমার কিনেছি, বড়ই দুঃখ লাগে আমার দুটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুতের গফরগাঁ ও জোন অফিসের ডিজিএম শাহিনা আক্তার চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ২৫টি অভিযোগ দায়ের করা হয়েছে।
গ্রাহকদের দুর্ভোগ যেন না হয় সে লক্ষ্যে রবিবার বিকালের মধ্যে জরুরি ভিত্তিতে ওই সব স্থানে ট্রান্সফরমার প্রতিস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
গফরগাঁও পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান, বিদ্যুৎট্রান্সফরমার চোরাই চক্রকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
আয়নাল ইসলাম/দেশ সময়
আপনার মতামত লিখুন :