ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১২-১৬, ১০:২৬ অপরাহ্ন /
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত।

প্রকাশিত,১৬,ডিসেম্বর

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৩,তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি সূচনা করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।
,
গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে ৮,৩০মিনিটে জাতীয় পতাকা উত্তোলন,
বেলুন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয় এতে সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন (পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি) এতে অংশ নেয়।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন গফরগাঁও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, বীরমুক্তিযুদ্ধা সাইফুল আলম,
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন,
থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম। ও পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম,
ও সকল সরকারি কর্মচারী কর্মকর্তারা ও রাজনৈতিক ব্যক্তিবর্গগণ।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন সূচনা বক্তব্যে তিনি বলেন
১৬ ডিসেম্বর আমাদের জাতির জন্য এক মহান দিবস,
১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বহু মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দিনে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
এ মহেন্দ্রক্ষণে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণকে,

জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তানদেরকে যাদের অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।
মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধপরবর্তীকালে আজ পর্যন্ত মৃত সকল মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও যে সকল মুক্তিযোদ্ধা বেচে আছে তাদের সুসাস্থ্য কামনা করছি।
বেলা,১১ টায় উপজেলা মিলনায়তনে শহীদদের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুর ২, টায় জাতির শান্তি অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা।
দুপুর ২,২০মিনিটে থানা, হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন।
বিকাল ৪,টায় মিনি স্টেডিয়াম মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সমাপ্তি হয়।