ময়মনসিংহের গফরগাঁওয়ে চর আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয় বর্তমান স্থানে রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১১-১১, ১:১৩ অপরাহ্ন /
ময়মনসিংহের গফরগাঁওয়ে চর আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয় বর্তমান স্থানে রাখার দাবিতে এলাকাবাসীর  মানববন্ধ।

প্রকাশিত,১১ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক

গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের বর্তমান অস্থায়ী কার্যালয়ে পরিষদের কার্যক্রম রাখার দাবিতে ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের সাধারণ জনগন (১০,নভের)রবিবার সকাল ১১ টায় বর্তমান কার্যালয়ে সামনে ২, ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ দাবি করেন চর আলগী ইউনিয়ন,১১ কিলো মিটার দীর্ঘ, নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত তন্মধ্যে ৫, ৬, ৭,নং ওয়ার্ড বর্তমান কার্যালয় টি ইউনিয়নের মিডেল পয়েন্ট। যার সামনে দিয়ে গফরগাঁও, নান্দাইল হাইওয়ে সড়ক বিদ্যমান। যাতায়াতের সুবিধার্থে বর্তমান কার্যালয়টি সকলের জন্য সেবা নিতে অধিক সুবিধা জনক।

এদিকে ইউনিয়নের পুরনো ভবনটি ২০১১ সালে পরিত্যক্ত করা হয়েছিল বলে এলাকাবাসীর দাবি, তবে এলাকাবাসী পরিত্যক্ত ঘোষণার কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেনি।
ইউনিয়নের একজন মেম্বার জানান বিগত ২০১২সালে পুরনো ইউনিয়ন পরিষদ থেকে সরকারি মালামাল চুরি হয়,যা পরবর্তী সময়ে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ কে ভর্তুকি দিতে হয়েছে।

জানা যায় ১০ থেকে ১১ বছর পুরনো এই ভবনটিতে কোন প্রকার কার্যক্রম ছিলনা,
ঝরা জীর্ণ হয়ে পড়েছিল,
বর্তমান সময়ে ইউনিয়নের একাংশ নিজেদের অর্থায়নে ভবনের সংস্কার কাজ করছে,
পুরনো পরিষদ ভবনে ইউনিয়নের কার্যক্রম পরিচালনার দাবি জানান কাঁচারী পাড়া এলাকাবাসী।

এ ব্যাপারে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে বলেন বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে।