ময়মনসিংহের গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু।


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-০৯-২৯, ৬:১৭ অপরাহ্ন / ১৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু।

মোঃহানিফ খান স্টাফ রিপোর্টাস

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সাদিকুল ইসলাম সাদ নামে (২) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার টাংগাব ইউনিয়নের বাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাদিকুল ইসলাম সাদ একই গ্রামের শফিকুল ইসলাম সবুজের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাদ’কে ঘুমন্ত অবস্থায় রেখে তাঁর মা  গোসল করতে যায়।

দুই বছরের সাদিকুল ঘুম থেকে ওঠে সকলের অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাঁকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে, অচেতন অবস্থায় উদ্ধার করে  চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তারের কাছে নেওয়ার প্রস্তুতি গ্রহণের মুহূর্তেই সাদ মারা যান। টাংগাব ইউনিয়নের ইউপি সদস্য আসাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।