ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০৪, ৫:৩৭ অপরাহ্ন /
ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

প্রকাশিত,০৪, সেপ্টেম্বর,২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের লংগাইর গ্রামের ইজাজুল হকের বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ,(৪, সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের আলামিনের ছেলে রিয়াদ (৭) ও ইজাজুলের ছেলে হাসান (৭)। তারা সদোহর চাচাত জেঠাতো ভাই।

এলাকাবাসী জানায়, রিয়ান ও হাসান সোমবার দুপুরে ফুটবল খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে, না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের গফরগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ শারমিন আক্তার পপি, তাদের মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক গণমাধ্যমকে জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

মৃত্যুর খবর শুনে মুহূর্তেই স্বজনদের কান্নায় বাড়ি হয়ে ওঠে হাসপাতালের জরুরি বিভাগ।