প্রকাশিত,১০, অক্টোবর,২০২৩
নিজস্ব প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে,পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত, গণধোলাইয়ে কুকুর নিহত।
মঙ্গলবার (১০,অক্টোবর) সকালে উপজেলার পৌরসভার শিবগঞ্জ রোড থেকে মাঠখোলা পর্যন্ত ১ কিলোমিটারের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতদের গফরগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তাহা,( ৮) পিতা, রুবেল গ্রাম ষোলহাসিয়া
পৌরসভা।
মোঃ শরীফ খান, (৩২)অলিউল খান
গ্রাম ষোলহাসিয়া
৩, মলিনা খাতুন(৭০) স্বামী,মোজাফফর আলী,গ্রাম ষোলহাসিয়া।
মবিন,১৭,পিতা, মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ষোলহাসিয়া শিবগঞ্জ রোডে একটি কুকুর হঠাৎ করে কামড়াতে শুরু করে। এ সময় প্রায় ৭ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে কুকুরটিকে জনতা আটক করে গণধোলাইয়ে কুকুর টির মৃত্যু হয়।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ নাসরিন সুলতানা মুন বলেন , কুকুরের কামড়ে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় উপজেলা থেকে দেওয়া যায়নি। জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।
আইনাল ইসলাম/দেশ সময়
আপনার মতামত লিখুন :