প্রকাশিত,০২, জুলাই,২০২২
ঝালকাঠি প্রতিনিধিঃ
মনুষত্বের বিকাশে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন ঝালকাঠির ডিসি মোঃ জোহর আলী। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আল-নূর দারুল উলুম মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
(০২ জুলাই) শনিবার সকাল ১১ টায় উপজেলার চিংড়াখালী গ্রামে জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে মাদ্রাসাটি উদ্বোধন করেন। এখানে নূরানী, হেফজ ও এয়াতিম খানা পরিচালনা করার উদ্দেশ্যে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
আমেরিকা প্রবাসী মোঃ আবুল কালাম আজাদ ও তার সহধর্মীনি হোসনেয়ারা বেগমের আর্থীক ব্যবস্থাপনায় মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। প্রবাসী দম্পত্তি উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চূয়ালী সংযুক্ত হয়ে প্রতিষ্ঠানটি পরিচালনায় সকল প্রকার সহযোগীতার কথা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান সিকদার, থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক নাহিদ সিকদারসহ এলাকারগন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চিংড়াখালী দরবার শরীফের সভাপতি মাওলানা মুনিরুজ্জামান মিয়াজী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
আপনার মতামত লিখুন :