প্রকাশিত,২৬,আগস্ট
মনোয়ার হোসেন ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ উদ্দিনের পদত্যাগ পত্র প্রত্যাহার করে তাঁকে বিদ্যালয়ে ফিরিয়ে আনার দাবিতে সোমবার (২৬আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ওই বিদ্যালয়টির সাবেক ও বর্তমান অর্ধশতাধিক শিক্ষার্থী উপজেলার মধ্যনগর বাজারে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে ধরায় এবং বহিরাগতরা বিদ্যালয় ঢুকে তাঁকে অপমান করে পদত্যাগ করতে বাধ্য করায় এর সুবিচার পেতে তাঁরা ইউএনওর কাছে লিখিত আবেদন করে।
মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শরীফ উদ্দিন বলেন, রোববার (২৫আগস্ট) সকাল ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ও বহিরাগতসহ ১০ থেকে ১৫জন বিদ্যালয়ে ঢুকে শিক্ষক ও কর্মচারীদের সামনে আমাকে নানা কটু কথা বলে অপমান করে এবং মিথ্যা অভিযোগ তুলে ধরে মারপিট করার ভয় দেখিয়ে চাপের মুখের ফেলে বেআইনিভাবে আমাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এতে আমি খুবই মর্মাহত হয়েছি।
মধ্যনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ পেয়ে আমরা যারা বিদ্যালয়ে গিয়েছিলাম তারা সবাই সাধারণ শিক্ষার্থী। ওই বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে সহকারী শিক্ষক শরীফ উদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমাদের পক্ষ থেকে তাঁকে কোনা চাপ দেওয়া হয়নি। আমাদেরকে জড়িয়ে এখন নানা মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
ইউএনও অতীশ দর্শী চাকমা বলেন, শিক্ষার্থীদের আবেদনটি এখনো আমি পাইনি।আবেদনটি পেলে এ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।#
আপনার মতামত লিখুন :