প্রকাশিত,২৪, সেপ্টেম্বর,২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
বারে মদ্য পানের পর টাকা না দিয়ে উল্টো মারামারিতে জড়ায় সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার মধ্যরাতে মহাখালীর জাকারিয়া বারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত একটার দিকে মহাখালী সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন এবং সাধারণ সম্পাদক জুয়েলের অনুসারীরা মহাখালী জাকারিয়া বারে মদ খাওয়া কে কেন্দ্র করে ভাংচুর চালায় এবং পুলিশ সদস্যের উপরে হামলা করে।
সরকারী তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি লোকমান হোসেন রাহুল, সহ-সভাপতি সুলতান, সহ-সভাপতি শাওন, শাহিন মাতব্বর এবং বহিরাগত একজন মদ পানের জন্য বারে যায়। মদ পান শেষে বিল দেয়ার কথা বললে তারা বারের ম্যানেজার সহ অন্যান্য স্টাফদের উপর হামলা করে।
এক পর্যায়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন বারের মেনেজার। পরে কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল কে ফোনে জানালে তারা হল থেকে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীকে অস্র শস্র সহ পাঠিয়ে আটককৃতদের উদ্ধার করতে বলে। তখন তারা বারের গেটে তালা বদ্ধ দেখতে পেয়ে ব্যাপক ভাংচুর করে। বারের সকল মদ টাকা পয়সা লোট পাট করে।
এই বিষয়ে বনানী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান।
তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লকে ফোনে পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :