মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-১৯, ৫:৩৩ অপরাহ্ন /
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

প্রকাশিত,১৯, আগস্ট,২০২৩

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমকে ষড়যন্ত্রমূলক একাধিক মামলায় আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
শনিবার (১৯ আগস্ট) সকালে মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ কবি নূর মোহাম্মদ খান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক এনায়েত মজুমদার, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি বিমল দেবনাথ, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন।

এসময় আরও উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিট এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, দৈনিক একাত্তর কণ্ঠের স্টাফ রিপোর্টার ইসমাইল খান টিটু, দৈনিক কালবেলা’র প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক প্রিয় চাঁদপুর এর বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, দৈনিক মানবজমিন এর প্রতিনিধি নূরে আলম নুরী,
এশিয়ান টিভির প্রতিনিধি সুমন আহমেদ, মতলব উত্তর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, দৈনিক আমাদের নতুন সময় এর প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মো. নাঈম মিয়াজী, সাংবাদিক দৌলত হোসেন আবির, সাংবাদিক কামরুল হাসান রাব্বী, যায়যায়দিন এর প্রতিনিধি নাজমুল প্রধান, সাংবাদিক রেজওয়ান খান রাজন, তৌহিদ পাটওয়ারী মনির, আরিফুল ইসলাম, আবদুল আউয়াল’সহ আরও অনেকে।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, যদি সাংবাদিক বোরহান উদ্দিন ডালিমের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

প্রসঙ্গত, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে যুবলীগ নেতা বাবু হত্যাকান্ডে একাধিক ব্যক্তি তাদের বাড়ি ঘরে লুটপাট ও ভাংচুরের ঘটনায় চাঁদপুর আদালতে ৪টি মামলা দায়ের করেন। এ ৪টি মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আসামী করে।