প্রকাশিত,২৩,নভেম্বর
সুমন আহমেদ :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফের বার্ষিক উরশ চলতি বছরের ডিসেম্বর মাসের ১১, ১২, ১৩ তারিখে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার অনুষ্ঠিত হবে। ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে শুক্রবার (২২ নভেম্বর) সকালের দরবার শরীফের ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদে বার্ষিক ওরশ বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরাজীকান্দি নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীরকিবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ.) এর সভাপতিত্বে ও মো. আব্দুল গনি তফাদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. ইয়াছিন মোল্লা, হাজী মো. রহমত উল্ল্যা, আমির হোসেন আমু, আক্তার হোসেন মুন্সি, বিল্লাল হোসেন রনি, দেওয়ান ওয়ালীউল্ল্যা, আলাউদ্দিন ব্যাপারী, মাহবুবুর রহমান মিস্টার, আনোয়ারুজ্জামান লালু, আহমেদ হোসেন মিন্টু, আব্দুল খালেক মিনু, আ. রশীদ খান, হাসমত বেপারী, দেওয়ান আ. রহিম, মনজুর আহমেদ, আক্তার হোসেন স্বপন, গোলাম সারোয়ার, ওচমান গনি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফরাজীকান্দি দরবার শরীফ মতলব তথা চাঁদপুর জেলার ঐতিহ্য। এ দরবারের ঐতিহ্য অক্ষুন্ন রাখতে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার সুযোগ দেয়া হবে না।
দল মত নির্বিশেষে সকলের পরামর্শক্রমে আগামী ১১,১২ ও ১৩ ডিসেম্বর ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন করার লক্ষ্যে সর্বস্তরের মুসলমানের সহযোগিতা চাওয়া হয়।
আপনার মতামত লিখুন :