প্রকাশিত,১৬, অক্টোবর,২০২৩
সুমন আহমেদ ঃ
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি গ্রামে মেঘনা-ধনাগোদা প্রকল্পের সেচ নিষ্কাশন খালের উপর দোকানঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বর্ষা মৌসুমে কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সরদারকান্দি সেচ নিষ্কাশন খালের উপর জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করছেন শাখারীপাড়া গ্রামের মরহুম নুর মিয়ার মেয়ে হাজেরা ও তার স্বামী খাজা আহমেদ। এ নিষ্কাশন খাল দিয়ে উপজেলার সরদারকান্দি , মাইজকান্দি, হাজীপুর সহ অন্তত ৮টি গ্রামের অতিরিক্ত কৃষিজমির পানি বের হয়ে যাওয়ার একমাত্র মাধ্যম। দোকান ঘর নির্মাণের ফলে অতিরিক্ত পানি বের হতে বাঁধার সৃষ্টি হবে। এতে বর্ষা মৌসুমে ওই গ্রামের কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
স্থানীয়া কৃষকরা বলেন, খালটি দীর্ঘদিনের। পানি প্রবাহের পথ বন্ধ করে এভাবে কেউ দোকান ঘর নির্মাণ করতে পারেন না।
আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ওই খাল দিয়ে বেশ কয়েকটি গ্রামের অতিবৃষ্টির পানি বের হয়ে ধনাগোদা নদীতে পড়ে। এখন দেখছি উনি (হাজেরা ও খাজা আহমেদ) খালের মধ্যে দোকান ঘর নির্মাণ করছেন।’
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ‘বিষয়টি তিনি শুনেছি, আমি লোক পাঠাবো। খাল রক্ষার জন্য শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :