মজলুম জননেতা মওলানা ভাসানী স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০১-২২, ৬:৪০ অপরাহ্ন /
মজলুম জননেতা মওলানা ভাসানী স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণ।

প্রকাশিত,২২,জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক।

ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোগে ২২ জানুয়ারি বুধবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভিআইপি লাউঞ্জে স্বাধীনতার স্বপ্নদ্রষ্ঠা, ১৯৭২ সালের ২২শে জানুয়ারি প্রত্যাবর্তন দিবস মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৯৭২ সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্মৃতিচরণ করা হয়। ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও ত্রিমুনীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর। তিনি বলেন, মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব বলেন, মওলানা ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেনততি মানুষের নেতা। ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), সহ-সভাপতি নাজিম উদ্দিন বলেন, মওলানা ভাসানী সিলেটকে তৎকালীন পূর্ব পাকিস্তানে অন্তর্ভূক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)’র মহাসচিব ইকবাল হাসান স্বপন বলেন, মওলানা ভাসানী গণতন্ত্র ও প্রগতিকে ধারণ করেন। আমরা তাকে অনুসরণ করি।

ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)’র মহাসচিব হামিদা খাতুন সেলী বলেন, মওলানা ভাসানী আমাদের কাছে শ্রদ্ধেয়ভাজন। সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, মওলানা ভাসানী রাষ্ট্রীয়ভাবে প্রত্যাবর্তন দিবসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আমিনুল হক ভূঁইয়া আল ওসমানী বলেন মওলানা ভাসানী স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিলেন।

ধন্যবাদান্তে,

স্বপন কুমার সাহা
সভাপতি
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)