ভোলা চরফ্যাশনের দুলারহাট ইয়াবাসহ আটক ৩,


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১৭, ৯:১৮ অপরাহ্ন /
ভোলা চরফ্যাশনের দুলারহাট ইয়াবাসহ আটক ৩,

প্রকাশিত,১৭,ডিসেম্বর,২০২৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকা থেকে ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ ই ডিসেম্বর ) রাত ১.৩০ মিনিটের সময় দুলারহাট থানাধীন চর তোফাজ্জল ৩নং ওয়ার্ড দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোষ্ট ডিউটি করাকালিন ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি NOAH মাইক্রোবাস‘সহ তালহা হাওলাদার (৩০), পিতা-মোঃ হিরন হাওলাদার, উকিলপাড়া ৭নং ওয়ার্ড, মেহেদী হাসান (২৪), পিতা-মোঃ সিরাজ, গাজীপুরা রোড ২নং ওয়ার্ড মোঃ মিন্টু বেপারী (২৯), পিতা-মোঃ নাসির বেপারী, সাং-খারকি ৬নং ওয়ার্ড,মেহেদীগঞ্জ কে আটক করেন ।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে এস আই মুছাসহ পুলিশের একটি টিম তাদের তিন জনকে কে আটক করতে সক্ষম হই।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুলারহাট থানায় একটি মামলা হয়েছে ।