প্রকাশিত,১৫, নভেম্বর,২০২৩
হারুন অর রশিদ রাজু,
সুন্দরগঞ্জ গাইবান্ধা ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ প্রেস ক্লাবে কেক কেটে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ রাজুর সভাপতিত্বে এবং দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ মাসুদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
এসময় উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধিমোশাররফ হোসেন বুলু, সাধারণ সম্পাদক ও মাই টিভির উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম অবুঝ, দৈনিক ভোরের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি শামছুল হক জাগো নিউজের জেলা প্রতিনিধি সুদীপ্ত শামীম, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুল ইসলাম, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোকছেদ মামুন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথি মিসেস আফরুজা বারী বলেন, ভোরের চেতনা পত্রিকা দেশে নিরপেক্ষ প্রতিবেদনের মাধ্যমে সচেতন মহলের কাছে গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে। ভোরের চেতনা দেশ ও জাতির কল্যাণে আগামীতে আর ও ভালো কাজ করবে বলে আশা প্রকাশ করছি।
হারুন অর রশিদ
সুন্দরগঞ্জ গাইবান্ধা
আপনার মতামত লিখুন :