ভালুকায় স্মার্ট বাংলদেশ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১১, ১১:৫২ অপরাহ্ন /
ভালুকায় স্মার্ট বাংলদেশ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ।

প্রকাশিত,১১, জুলাই,২০২৩

মোঃ মিজানুর রহমান বাহার, ভালুকা উপজেলা প্রতিনিধিঃ

পরিসংখ্যান ব্যবহার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই স্লোগান কে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে । সকালে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০৩ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আফতাব মাহাবুব, আওয়ামীলীগ নেতা মাহাবুবুল আলম বাচ্চু, চাপড়বাড়ী দাখিল
মাদ্রাসার সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।।