ভালুকায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-১০, ১০:৫১ অপরাহ্ন /
ভালুকায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

প্রকাশিত,১০, আগস্ট,২০২৩

ভালুকা উপজেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে নিয়ে ১০ আগস্ট ‘কক্সবাজারে শতকোটি টাকার জমি দখল’ দৈনিক যুগান্তর পত্রিকায় খবর প্রকাশিত হলে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বেচ্ছাসেবক লীগের ভালুকা নতুন বাসস্ট্যান্ডে অস্থায়ী অফিসের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে.বি. এম আসাদুজ্জামান ছানা।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তানবীর আহমেদ খান, রাজীব হোসেন ঝুটন, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন খুররম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, পৌর সাধারণ সম্পাদক রতন মন্ডল, জামান ফকির, হবিরবাড়ী ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, মল্লিকবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পরিমল, সাধারণ সম্পাদক রাসেল, উথুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজান ভালুকা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন সাধারণ সম্পাদক পলাশসহ নেতৃবৃন্দ।