প্রকাশিত,১২, অক্টোবর,২০২৩
ভালুকা উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় জাতীয় শ্রমিক লীগ ভালুকা উপজেলা শাখার উদ্যােগে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১২ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় সংসদ সদস্যর ব্যাক্তিগত কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। কেক কাটার শেষে বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্থানীয় সংসদ সদস্যর ব্যাক্তিগত কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, ভালুকা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ নূরে আলম সিদ্দিকী স্বপন, যুগ্ন আহ্বায়ক হুমায়ুন মুন্সি, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ভালুকা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য কামরুল ইসলাম, ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলজার আহমেদ সুমন, সাধারন সম্পাদক মোঃ নাজমুল, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ৯নং কাচিনা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৪ নং ধীতপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক ফকির, সাধারণ সম্পাদক এনামুল হক আকরাম, হবিরবাড়ী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ সহ এসয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :