ভালুকায় আজও ২.৫০ টাকায় মেলে হারিছের সিঙ্গারা ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০৯, ৫:৩৯ অপরাহ্ন /
ভালুকায় আজও ২.৫০ টাকায় মেলে হারিছের সিঙ্গারা ।

প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২৩

মোঃ মিজানুর রহমান বাহার, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:

বাঙালি-অবাঙালি নির্বিশেষে সিঙ্গারা সকলের প্রিয়। এ দেশের হাজার হাজার খাদ্য রসিক মানুষের কাছে প্রথম পছন্দ এই সিঙ্গারা। তবে আশ্চর্যের বিষয় এই মূল্য বৃদ্ধির বাজারেও এখনো মিলছে আড়াই টাকায় সিঙ্গারা। যেখানে মানুষ হিমশিম খাচ্ছে বাজার করতে সেখানে ভালুকা বাজারের শাপলা সিনেমা হলের সামনে দেখা যাচ্ছে আড়াই টাকা দরে সিঙ্গারা বিক্রি হচ্ছে। বিকেল হলেই ভীড় জমে যায় হারিছের দোকানে। দোকানদার হারিছ বলেন, সাধারন মানুষের কথা ভেবেই আড়াই টাকার সিঙ্গারা ভাজেন এখনও। তিনি আরও বলেন, মানুষের হাসিটাই আমার সবচেয়ে বড় পাওনা। আড়াই টাকার সিঙ্গারা বিক্রি করেও তিনি দিব্যি হাসিমুখে দোকান চালিয়ে যাচ্ছে। বিকেল হলেই তিনি ৮০০ থেকে ৯০০ সিঙ্গারা বিক্রি করেন ২.৫০ টাকা দরে।

এক ক্রেতা সিঙ্গারা কিনতে এসে জানান, এই দোকানের সিঙ্গারা এতটাই টেস্টি যে এই দোকানে ভিড় লেগেই থাকে। এক নামেই এই দোকানকে সকলে চেনে। দাম তো একেবারেই সকলের সাধ্যের মধ্যেই রয়েছে। এতে আমরা খুব খুশি।