প্রকাশিত,২০,নভেম্বর
সোহাগ হোসেন বেনাপোল থেকে ঃ
ভারতে পাচার হওয়া বাংলাদেশী নাগরিক ১৩ জন পুরুষ ও ১১জন মহিলাকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বুধবার(২০নভেম্বর)সন্ধায় তাদেরকে ভারতীয় পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।তাদের তিনটি সংস্থা গ্রহণ করে রাইট যশোর ১১,বিএল ডাবলু৭,জাস্টিক এন্ডকেয়ার৬জন গ্রহন করে।
ফেরত আসারা পটুয়াখালি,কক্সবাজার, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার বাসিন্দা। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয়। পরে তাদের ভারতীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা আদালত থেকে ছাড়িয়ে তাদের শেল্টারহোমে রাখে।দুই দেশের কাগজ পত্রের আনুষ্ঠিকতা শেষে বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেন ভারতীয় পুলিশ।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ বলেন পাচার হওয়া বাংলাদেশী ২৪ জন কে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১১/১১/২৪
আপনার মতামত লিখুন :