প্রকাশিত, ৩০ জানুয়ারি, ২০২১
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
চকরিয়ার দুই কৃতি সন্তান উচ্চশিক্ষা গ্রহনের জন্য ভারতে গেলেন। বর্তমানে দুইজনই ভারতের প্রসিদ্ধ চন্ডঘর বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রী। ইতিমধ্যে বাবু NASA কর্তৃক স্বীকৃতি পেয়ে Youth scientist Award পেয়েছে।
দুই কৃতি সন্তান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন সহকারী প্রধান শিক্ষক শ্রী মিলন কান্তি দে ’ এর ছেলে-মেয়ে। উনার বড় মেয়ের নাম তরুন দন্তী দে পিংকী, ও ছোট ছেলে শ্রীতজিৎ দে বাবু। পিংকী covid-19 এর গবেষক।
এদের উচ্চশিক্ষায় সফলতা কামনা করে, সকলের কাছে আর্শীবার্দ ও দোয়া চেয়েছেন তাদের মা-বাবা।
আপনার মতামত লিখুন :