প্রকাশিত,১৩, জানুয়ারি,২০২৪
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:
-আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং ও এপেক্স ক্লাব পটিয়ার ডাইরেক্টর আরিফ খান এর শুভ জন্মদিন উদযাপন ১৩ই জানুয়ারি, কুশবো রেস্টুরেন্টে ক্লাব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব পটিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, পটিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন,
এপেক্সিয়াল ইব্রাহিম রানা, সাংবাদিক শাহজাহান চৌধুরী, এপেক্সিয়ান আব্দুল মোমেন, এপেক্সিয়ান নাফিস করিম, আব্দুল মোনাফ প্রমুখ।
এতে বক্তারা বলেন এপেক্স ক্লাব পটিয়া মানবিক কাজের মাধ্যমে বেস্ট ক্লাব হিসেবে অ্যাওয়ার্ড অর্জন করেছে যাহা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এ কার্যক্রমের মাধ্যমে সকলে একসাথে কম ভাগ্যবান মানুষের সেবায় নিয়োজিত থাকবে। এবং ২০২৩ সালের ব্যাস ক্লাব অ্যাওয়ার্ড অর্জন করায় ডিস্ট্রিক্ট ০৩ এর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে কেক কেটে এপেক্সিয়ান আরিফ খান এর জন্মদিন পালন ও শুভেচ্ছা জানানো হয়।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম।
১৩/০১/২৪