প্রকাশিত,১৩,জুলাই, ২০২৪
মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পার হতে গিয়ে নদীতে পড়ে দুই যুবক নিখোঁজ হয়।
১৩ জুলাই শনিনার বিকেল ৩ টায় খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের আগ্রা এলাকার বাঘার মোড়ে নামক বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পারাপারের সময় এ ঘটনাটি ঘটে
নিখোঁজ হওয়া দুইজন হলেন ৫নং ভাবকী ইউনিয়নের আগ্রা পাইকপাড়ার শ্রী তরণী কান্ত রায়ের ছেলে বঙ্গকেশর রায় ও একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে জয়ন্ত রায়
স্থানীয়রা সুত্রে জানাজায় কয়েকজন এক সাথে কাজ শেষে ফেরার পথে দুজন নদীর স্রোতে ভেসে রাবারড্যামের নিছে পড়ে যায় স্থানীয় ব্যক্তিরা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধারে সক্ষম হয়নি তারা পরে খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও থানায় খবর দেয় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এখনো উদ্ধার কাজ চালিয়ে যান
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ সায়েম ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা উদ্ধার কাজ শুরু করছি রাবারড্যামে একটু স্রোত বেশি থাকায় রংপুর ডুবুরি দলকে আসতে বলা হয়েছে তবে আশা করছি তারা এলে উদ্ধার করতে সক্ষম হবো
খানসামা থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ গিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজে তারা অংশ নিতে পারেননি বলে যানায়।
আপনার মতামত লিখুন :