প্রকাশিত,০৪, ফেব্রুয়ারি,২০২৪
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল পুটখালী গ্রামে র্যাবের অভিযানে ২টি পিস্তল সহ রুবেল হোসেন(৩৩) ও ইয়াসিন আলম (৩০)নামে ২ জন কে আটক করেছে র্যাব সদস্যরা।
রোববার(৪জানুয়ারি)দুপুরে তাদেরকে আটক করা হয়।আটক রুবেল হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জালাল উদ্দিন এর ছেলে ও ইয়াসিন একই গ্রামের খোকন ধাবুক এর ছেলে।
এ ব্যাপারে যশোর র্যাব৬ ক্যাম্পের দায়িত্বরত সদস্য জানান, সকালে পুটখালী বল ফিল্ড নামক স্থান হতে ০২ টি অস্ত্রসহ ০২জন আসামি আটক করা হয়।তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৪/২/২৪
আপনার মতামত লিখুন :