প্রকাশিত,২১, নভেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের
বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে ১৮পিস স্বর্ণের বার সহ আক্তারুল (২০)নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার(২১শে নভেম্বর)দুপুরে পুটখালী মসজিদ বাড়ি পোস্ট পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়।আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককারের ছেলে।
বিজিবি জানান,খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী ক্যাম্পের একটি টহলদল মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেকপোষ্ট পাকা রাস্তা নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার(ওজন ২.০৮০ কেজি) আকতারুল (২০), পিতাঃ আবু বক্কর, গ্রামঃ খুলশী, বেনাপোল পোর্ট থানা কে আটক করে।
সিজার মূল্য ১,৮৮,৩৪,৬৮৬/-(এক কোটি অষ্টআশি লক্ষ চত্রিশ হাজার ছয়শত ছিয়াশি) টাকা।আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
২১/১১ /২৩
আপনার মতামত লিখুন :