বেনাপোল বন্দর দিয়ে প্রথম ভারতীয় ডিম আমদানি ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-০৫, ৯:১৬ অপরাহ্ন /
বেনাপোল বন্দর দিয়ে প্রথম ভারতীয় ডিম আমদানি ।

প্রকাশিত,০৫, নভেম্বর,২০২৩

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই প্রথম৬১হাজার৯শত৫০ পিস ডিম আমদানি করা হয়েছে।

রবিবার(৫নভেম্বর) বিকাল সাড়ে ৬টার সময় ভারতীয় একটি ট্রাকে ২৯৫ পাকেজে ৬১৯৫০ পিস (৩.৫ মে.টন) ডিম আমদানি করা হয়।
যার আমদানিকৃত মুল্য ৩,২৮,২২০টাকা।ডিমের আমদানিকারক বিডিএস কর্পোরেশন ঢাকা। রপ্তানিকারক কানুপ,ত্রিপুরা ভারত।সি এন্ড এফ এজেন্ট এম ই এন্টারপ্রাইজ।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলি মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান,ভারতীয একটি ডিমের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।বন্দর থেকে দ্রত খালাস দেওয়া কার্যক্রম অব্যাহত আছে।

সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,ভারত থেকে একটি ট্রাকে ২৯৫ পাকেজে ডিমের একটি ট্রাক বন্দর প্রবেশ করেছে।ডিম দ্রুত ছাড় করণের জন্য সি এন্ড এফ এজেন্ট এম ই এন্টারপ্রাইজ কাস্টমস এ কাগজ পত্রাদী দাখিল করেছেন।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর

৫/১১/২৩