প্রকাশিত,১১, জুলাই,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে১৭ জুলাই ২৩ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নাসির উদীনের ২৮ ইসতেহার ঘোষণা।
মঙ্গলবার(১১জুলাই)বেনাপোল পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়, ছোটআঁচড়া মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী মোঃ নাসির উদ্দীন।
এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম ও বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী নাসির উদ্দীন ২ পাতার লিখিত বক্তব্যের মাধ্যমে ২৮ নির্বাচনী ইসতেহার পাঠ করে শোনান।
ইসতেহারগুলো হলো-
১। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বেনাপোল পৌরসভার উন্নয়নে বিশেষজ্ঞগণের পরামর্শ, স্থপতিসহ বিশিষ্ট জনের দিকনির্দেশনায় পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত জনবান্ধব পৌরসভা গড়বো।
২। অতিদ্রুত বেনাপোলবাসীর প্রাণের দাবি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মান করা এবং পৌরসভা হতে সার্বক্ষনিক এ্যাম্বুলেন্স সেবা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে ।
৩। শিক্ষিত বেকার ও যুবক-যুবতীদের স্মার্ট বাংলাদেশের দক্ষ নাগরিক হিসেবে গড়তে ফ্রি কম্পিউটার ট্রেনিং ও ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
৪। পৌর এলাকায় সুপেয় পানি ও বিদ্যুতের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। এবং বিদ্যমান রাস্তাঘাটের সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ করা হবে।
৫। পৌরসভায় ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সকল ধরনের নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে চলমান অনলাইন ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থায় শৃঙ্খলার পাশাপাশি দ্রুত সেবা পত্র সরবরাহ করার ব্যবস্থা করা হবে।
৬। বাংলাদেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর এর আধুনিকায়ন ও বন্দর সংশ্লিষ্ঠ সকলের বিশেষ করে হ্যান্ডলিং শ্রমিকদের সুপেয় পানিসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবো।
৭। নাগরিক মতামত গ্রহণ করার মাধ্যমে বাড়ীর প্ল¬ান অনুমোদন সহনীয়, হয়রানি মুক্ত করবো । এয়াড়াও ইমারত নির্মানে বিধিমালা অনুসরণ পূর্বক দ্রুত সময়ের মধ্যে প্লান অনুমোদনের ব্যবস্থা গ্রহণ করবো।
৮। পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা সংস্কারসহ নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে।
৯। পৌরসভার প্রতিটি ওয়ার্ডেও ময়লা আবর্জনা যথাসময়ে অপসারণের মাধ্যমে বায়ু ও পানি দূষণ সর্বনিম্নমাত্রায় নামিয়ে আনা হবে।
১০। বেনাপোল পৌর এলাকার মশা নিধনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
১১। পানি সরবরাহ ব্যবস্থাপনায় লাইন চার্জ সহনীয় করে শতভাগ বিশুদ্ধ, নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করবো।
১২। বেনাপোল পৌর এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো।
১৩। বেনাপোল পৌর এলাকায় রিক্সা ও ব্যাটারিচালিত যানবাহন সমূহ চলাচলে সুষ্ঠ ব্যবস্থাপনা আনয়নসহ প্রতিটি সড়কে পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করা হবে।
১৪। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সংশ্লিষ্ঠ সকল সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে।
১৫। ওয়ার্ড ভিত্তিক নগরীর বিভিন্ন সড়ক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং বিশেষ বিশেষ রাস্তাসমূহে পর্যাপ্ত রঙ্গিন আলোর ব্যবস্থা করা হবে।
১৬। প্রতিটি ওয়ার্ড এবং বাজার সহ বিশেষ বিশেষ স্থান সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার মাধ্যমে বেনাপোল পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।
১৭। বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা, প্রকৃত গরীবদের রেশনকার্ড প্রদানসহ অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের পৌর কল্যাণ ফান্ড থেকে সহায়তা এবং সরকার প্রবর্তিত সকল ধরণের ভাতা দলমত নির্বিশেষে যথাযথভাবে বন্টন করা হবে।
১৮। পৌরসভার আওতাভুক্ত কৃষকদের মাঝে সরকার প্রদত্ত কৃষি পণ্য যেমন সার, বীজ ওয়ার্ড ভিত্তিক সুষম বন্টনের ব্যবস্থা করা হবে।
১৯। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার মাধ্যমে অসাম্প্রদায়িক নগর প্রতিষ্ঠা করা হবে। ২০। বেনাপোল পৌরসভার স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা হবে এবং দরিদ্র ও মেধাবীদের জন্য সরকার প্রদত্ত শিক্ষা বৃত্তির ব্যবস্থাপনা জোরদার করা হবে।
২১। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশ নিশ্চিত করার জন্য পৌরসভার অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হবে।
২২। বেনাপোল পৌরসভার সকল মসজিদ, মাদ্রাসা ও মন্দির উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৩। পৌরসভায় খেটে খাওয়া হত দরিদ্র মানুষের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে।
২৪। জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক সমস্যার সমাধান নিশ্চিত করা হবে।
২৫। নগরীর বাজার সহ বিশেষ বিশেষ স্থানে প্রয়োজন মাফিক টয়লেট নির্মাণ করা হবে।
২৬। নগরীর নাগরিকদের জন্য খেলাধুলার পাশাপাশি চিত্ত বিনোদনের বিশেষ ব্যবস্থা করা হবে। ২৭। পরিকল্পিত বৃক্ষরোপনের মাধ্যমে বেনাপোল পৌরসভাকে গ্রীন সিটি হিসেবে গড়ে তোলা হবে। ২৮। বেনাপোল পৌরসভাকে বাণিজ্য ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।
সোহাগ হোসেন
বেনাপোল, যশোর
১১/৭/২৩
আপনার মতামত লিখুন :